মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৭৫০ কেজি ভারতীয় চিনি এবং একটি বাংলাদেশি ট্রাক জব্দ করেছে।জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ ৮০ হাজার টাকা।রোববার (১৬ নভেম্বর) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কটকবাজার পোষ্টের টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২০৮০/এম থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে এই চিনি ও ট্রাক আটক করা হয়।আটককৃত মালামাল ও যানবাহন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com