স্টাফ রিপোর্টার।।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লায় দুই দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার কুমিল্লা টাউন হল মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএম গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহামেদ খান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, বিএনপি নেতা উৎবাতুল বারী আবু, শাহ মো. সেলিম, জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, নূরে আলম ভূঁইয়া প্রমুখ।এ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ নাচ-গান পরিবেশনসহ শিশুদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের পসরা নিয়ে অনেকগুলো স্টল বসে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com