কুমিল্লায় ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার দায়ে ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার দায়ে চৌদ্দগ্রামের মিয়ার বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত বছরের ডিসেম্বরের শুরুতে জসিম উদ্দিন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। হাইওয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকড়া এলাকায় পৃথক ডাকাতির ঘটনা ঘটে। দুটি ঘটনায় দুই প্রবাসীর সর্বস্ব লুটে নেয় ডাকাত দলের সদস্যরা। এসব ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে ওই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম বলেন, মহাসড়কে ডাকাতি প্রতিরোধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি। কোনো পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com