হামিদুর রহমান জামিল,চৌদ্দগ্রাম।।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে কাশিনগর ক্রীড়া সংস্থার উদ্যোগে যুব ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কাশিনগর বিএম হাই স্কুল মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ।কশিনগর ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কাশিনগর ক্রীড়া সংস্থার সভাপতি গাজী মো.হুমায়ুন কবির অন্জন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিনগর ইউনিয়ন আমীর অধ্যক্ষ মাওলানা মহসিন কবির, মাওলানা ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, ৭নং ওয়ার্ড সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, ১নং ওয়ার্ড উপদেষ্টা কমিটির সভাপতি ডা.জাহাঙ্গীর আলম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল আলম সুমন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চৌদ্দগ্রাম উপজেলার অফিস সম্পাদক মাওলানা আব্দুল হাই, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক একুশে সংবাদের বিশেষ প্রতিবেদক হামিদুর রহমান জামিল। এর আগে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক কমিটির সদস্যরা। উদ্বোধনী খেলা মুদাফরগন্জ প্র্যাকটিস ক্লাবকে ২১ রানে হারিয়ে কুমিল্লা প্রোটেন্ড ক্লাব জয়লাভ করে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com