কুমিল্লায় "কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির" উদ্যোগে প্রহরীদের শীতের কাপড় বিতরণ।

কুমিল্লায় “কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির” উদ্যোগে প্রহরীদের শীতের কাপড় বিতরণ।

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

কুমিল্লায় “কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির” উদ্যোগে প্রহরীদের শীতের কাপড় বিতরণ।

মহানগর প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লা নগরীতে দায়িত্বরত সকল প্রহরীদের শীতের কাপড় উপহার হিসেবে প্রদান করার উদ্যোগ নিয়েছে
কান্দিরপাড়ের ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজ ২২ ডিসেম্বর (রবিবার) নগরীর নিউমার্কেট এলাকায় এ কর্মসূচি করেন তারা। এসময় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রায় শতাধিক প্রহরীদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ মজুমদার সাগর, দপ্তর সম্পাদক শাহাদাত খাঁন সুমন, আমোদ প্রমোদ সহ সম্পাদক মোঃ হানিফ মিয়া,ও নির্বাহী সদস্যদের মধ্যে আবুল কালাম আজাদ লিটন, সমীর চন্দ্র ঘোষ, এনামুল হক, মোঃ বাবুল মিয়াসহ কমিটির সকল সদস্যবৃন্দ।শীতের কাপড় হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত প্রহরীরা। আজ থেকে এ কার্যক্রম শুরু। প্রথমধাপে প্রায় শতাধিক কাপড় বিতরণ হলেও পরবর্তীতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জনিয়েছেন সমিতির সদস্যরা।কুমিল্লা কান্দিরপাড় ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব, আব্দুর রহমান বলেন, আমাদের নিরাপত্তাকর্মীরা পাহারা দিচ্ছে বলেই আমরা শান্তিতে ঘুমাতে যাই। কিন্ত বর্তমানে শীত দিন দিন যেভাবে বাড়ছে এতে করে তাদের জন্য বাহিরে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি তাদেরকে একটু সহযোগিতা করার। সেই ধারাবাহিকতায় আমরা সকল প্রহরীদের জন্য শীতের কাপড় বিতরণ করতেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।