একটি লাইব্রেরি,একটি মহৎ উদ্যোগ
মোঃ আবদুল আউয়াল সরকার:
"পাঠাগার হোক গন মানুষের বিশ্ববিদ্যালয়" এই স্লোগান কে সামনে রেখে ২০২১ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে স্থাপিত হয়েছে সবার জন্য পড়া উম্মুক্ত পাঠাগার। পাবনার সাঁথিয়া ধুলাউড়ি পূর্বপাড়া গড়ে ওঠা একটি লাইব্রেরি বইপ্রেমী মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।এক চিলতে জায়গা নিয়ে চালু হওয়া এই লাইব্রেরি নিয়ে শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের উৎসাহী দেখা গেছে।
মোঃ শাহাদাত হোসেনের নেওয়া একটি ইতিবাচক উদ্যোগ।গ্রন্থাগারটিতে উপন্যাস,কবিতা, বিজ্ঞান,আত্মজীবনী, রাজনৈতিক প্রবন্ধ,শিশু সাহিত্যসহ বিভিন্ন ক্যাটাগরির বই রয়েছে। "ফ্রি বই পড়ুন" বই উপহার দেওয়ার মাধ্যমে দাতা সদস্য হওয়া যায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার লোকজন।অনেকেই লাইব্রেরির সদস্য হতে আগ্রহী।এখানে বই ধার নেওয়ার নিয়মও খুবই সহজ। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, শিশু ও তরুণরা ইলেকট্রনিক গেজেটে আসক্ত হয়ে পড়েছে। এই উদ্যোগ তাদেরকে বই পড়তে আগ্রহী করবে। 'আমাদের শিশু ও তরুণরা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পড়ার অভ্যাস তাদের মধ্যে প্রায় নেই বললেই চলে। এখানে একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। চালু হওয়া এই লাইব্রেরিটি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে এবং তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই নিয়মিত বই পড়তে আগ্রহী হবে।'মোঃ শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'মানুষ, বিশেষ করে শিক্ষার্থী-তরুণ-তরুণীরা যাতে বই পড়ার প্রতি আগ্রহী হয় সেজন্যই এই উদ্যোগ নিয়েছি। এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এবং অভিভাবকরা প্রায়শই অভিযোগ করেন যে তাদের সন্তানরা ইলেকট্রনিক গেজেটের প্রতি অতিরিক্ত ঝুঁকে গেছে। এটি জাতির জন্য খুবই সতর্ক সংকেত যে একটি প্রজন্ম বেড়ে উঠছে পাঠ্য বই ছাড়া অন্য বই পড়ার অভ্যাস না করেই।'তিনি বলেন, 'লাইব্রেরিটি স্থাপন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সময় এটি নজরে আসে। আমি যদি লাইব্রেরির মাধ্যমে মাসে ১০ জন নতুন পাঠক পেতে পারি তাহলে বছরে ১২০ জন নতুন পাঠক তৈরি পারবো।'তিনি আরও বলেন, 'আমার উদ্যোগ খুব সামান্য। আমি একটি উদাহরণ সৃষ্টি করতে চেয়েছি, যাতে অন্যরা এটি অনুসরণ করে। প্রতিটি গ্রামে এই ধরনের লাইব্রেরি স্থাপন করা হলে হাজারো নতুন পাঠক পাবো। একটি মানবিক সমাজ গঠনের জন্য তরুণ প্রজন্মের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা অপরিহার্য।'এই পাঠাগারটি পরিচালনায় আছেন শাকিল আহমেদ।সহযোগিতায় সাজু সাজ্জাত,সানাউল্লাহ, জিহাদ,সোহাগসহ
লাইব্রেরীয়ান আবুল কালাম।
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com