ইএসসিবিতে ৩ সপ্তাহব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট মেনেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা

ইএসসিবিতে ৩ সপ্তাহব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট মেনেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

ইএসসিবিতে ৩ সপ্তাহব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট মেনেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা
মোঃ আবদুল আউয়াল সরকার।।
এসেট প্রজেক্ট ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে
৩ সপ্তাহব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট মেনেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫মে২০২৫ খ্রিঃ) মুন্সিগঞ্জের গজারিয়ার চরবাউসিয়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ অডিটোরিয়ামে প্রশিক্ষন কর্মশালা ও সার্টিফিকেট বিতরনের মধ্য দিয়ে শেষ হয়। ইএসসিবি বোর্ড অব গভর্নর এর সদস্য,ভাইস প্রেসিডেন্ট (এইচ আর) আইইবি,ইঞ্জিনিয়ার শেখ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেট প্রজেক্ট এর প্রজেক্ট ডিরেক্টর (অতিরিক্ত সচিব) ইঞ্জিনিয়ার মীর জাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসেট প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ রাকিবুল হাসান।
‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮’ শীর্ষক এ অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। গত ১৯ এপ্রিল থেকে ৫ মে ২০২৫ খ্রিঃ পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালার কোর্স প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট এর তালিকাভূক্ত প্রশিক্ষকগন।মেইলইং অপারেটর এবং কুরিয়ার সার্ভিস সংস্থা,মিনিস্টারী অব পোস্ট টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজির
চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)মোঃ আজিজ তাহের খান,
সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অজয় কুমার চক্রবর্তী,প্রকিউরমেন্ট কনসালটেন্ট মোঃ জাকির হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী সালেক মাহমুদ,
মোঃ জিকরুল ইসলাম, মোঃ আহসান হাবিব,মোঃ মিজানুর রহমান, মোঃসামিউল হক,এম এ ওয়াজেদ আলী,মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
কর্মকর্তাদের সরকারী ক্রয় প্রক্রিয়া সুষ্ঠ ও স্বচ্ছভাবে সম্পাদন করার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর বিভিন্ন আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিভিন্ন বিধিমালাসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তাসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট এর ইউনিট প্রধান ও কোর্স কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আবদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন,হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ,ক্লাসরোম এটেন্ডেন্ট মোঃ আল আমিন।