কুমিল্লার খবর ডেস্ক।।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানো নির্দেশ দিলে প্রায় তিন ঘণ্টা ধরে আদালত প্রাঙ্গণে চলে বিক্ষোভ, হট্টগোল ও সংঘর্ষ। অবশেষে তাকে কারাগারে পাঠাতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু তার অনুসারীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।পরিস্থিতি সামাল দিতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় চট্টগ্রাম। পরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মিলে পরিস্থিতি সামাল দিয়ে আলোচিত এই ইস্কন নেতাকে বেলা ৩টার দিকে কারাগারে পাঠাতে সক্ষম
প্রকাশক ও সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
মোবাইলঃ +৮৮০১৭৭৫৭২৬৬৭৯/+৮৮০১৭৬৫৭৭৮৪৪৬
ই-মেইলঃ cumillarkhobor33@gmail.com